পশ্চিমাদের প্রতি অঙ্গুলি
কেন অচলাবস্থায় ইউক্রেন সংকট কারণ জানালেন রুশ গোয়েন্দা প্রধান
রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সক্ষম নয় কারণ আমেরিকা এবং তার মিত্ররা এ ধরনের আলোচনা কিয়েভের জন্য নিষিদ্ধ করেছে।
তিনি বলেন, ইউক্রেন সংকটের বর্তমান অচলাবস্থার জন্য তাদের পশ্চিমা প্রভুরা দায়ী। গতকাল (মঙ্গলবার) নারিশকিন রুশ বার্তা সংস্থা তাসকে বলেন, বিদেশের প্রভুরা ইউক্রেন সরকারকে শান্তি আলোচনার অনুমতি দেবে না। তিনি গত মার্চে তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনার কথা উল্লেখ করে বলেন, ওই বৈঠকে বেশ কিছু মৌলিক সমঝোতা প্রতিষ্ঠা হয় কিন্তু ওয়াশিংটন এবং লন্ডনের প্রভুরা তাদের কিয়েভের সহচরদেরকে বলেছে- “এই ধরনের কোনো শান্তি আলোচনা হবে না। আমরা এরই মধ্যে তোমাদেরকে কয়েক হাজার কোটি ডলার দিয়েছি। আমরা তোমাদের জন্য বিনিয়োগ করেছি; আমরা অর্থ এবং অস্ত্র দেয়া অব্যাহত রাখব। তোমাদের কাজ খুব সাধারণ, সেটি হচ্ছে যুদ্ধ করা।”
নারিশকিন বলেন, এই কথার পর ইউক্রেনের সরকার দ্রুত ইস্তাম্বুল ও আঙ্কারায় দেয়া সমস্ত প্রতিশ্রুতি থেকে সরে আসে। এ ঘটনার পরপরই তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভ সফর করেছিলেন। এরপর কিয়েভ সরকার রাশিয়ার সঙ্গে সমস্ত আলোচনা নিষিদ্ধ করেছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।