অচলাবস্থায় ওয়াশিংটন-বার্লিন
ইউক্রেনকে জার্মান লেপার্ড ট্যাংক দেয়ার বিষয়ে ঐকমত্য হয়নি
-
জার্মানির লেপার্ড-২ ট্যাংক
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ইউক্রেনকে বিভিন্ন ধরনের অস্ত্র ও অর্থ সহায়তা দিলেও কথিত নামি-দামি উন্নতমানের ট্যাংক দিতে রাজি হচ্ছে না। বিশেষ করে আমেরিকা ও জার্মানি এ বিষয়ে এক রকমের অনড় অবস্থায় রয়েছে।
গতকাল (শুক্রবার) জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ন্যাটো জোট ও তাদের মিত্রদেশগুলো ইউক্রেনকে সহযোগিতার জন্য বৈঠকে বসে। সেখান থেকে আমেরিকা নতুন করে ২৫০ কোটি ডলারের অর্থ সহায়তার প্যাকেজ ঘোষণা করলেও আব্রামস ট্যাংক দিতে রাজি হয়নি।
একইভাবে জার্মানিও তার লেপার্ড-২ ট্যাংক দিতে রাজি হয়নি। শুধু তাই নয়, পোল্যান্ডসহ যেসব মিত্র দেশের কাছে জার্মানি এই ট্যাংক বিক্রি করেছে তাদেরকেও তা ইউক্রেনকে দেয়ার অনুমতি দিচ্ছে না। লেপার্ড ট্যাংক সরবরাহ করার বিষয়ে আমেরিকা জার্মানির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। কিন্তু বার্লিন সে চাপের কাছে নতিস্বীকার করেনি বরং তারা বলেছে, আগে আমেরিকা তার আব্রামস ট্যাংক দেবে তবেই জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহ করবে।
জার্মানি ও আমেরিকা কেন ইউক্রেনকে তাদের নামকরা ট্যাংক দিতে চাইছে না তা পরিষ্কার নয়। বিশ্লেষকরা তিনটি কারণ সামনে রাখছেন। সম্ভবত তারা যুদ্ধ বিস্তারের আশংকা করছে অথবা জার্মানি ইউক্রেনকে সামরিক সহযোগিতার বিষয়ে খুব আন্তরিক নয় অথবা যুদ্ধক্ষেত্রে জার্মানি ও আমেরিকার ট্যাংকের ভাগ্য-বিপর্যয় ঘটার আশংকা করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২১