ইউক্রেনকে ট্যাংক সরবরাহ নিয়ে অচলাবস্থা
‘জার্মানিকে বোকা বানাতে মার্কিন কংগ্রেসম্যানের চালাকি পরামর্শ’
মার্কিন রিপাবলিকান দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাকল বলেছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনকে একটি আব্রামস-ওয়ান ট্যাংক দিতে পারে; তাতে জার্মানিকে ফাঁদে ফেলা যাবে।
তিনি বলেন, জার্মানি যেহেতু শর্ত দিচ্ছে আমেরিকাকে আগে আব্রামস ট্যাংক দিতে হবে সেক্ষেত্রে ওয়াশিংটন একটি ট্যাংক দিয়ে জার্মানিকে লেপার্ড-টু ট্যাংক দিতে বাধ্য করতে পারে। আমেরিকা একটি আব্রামস ট্যাংক দিলে জার্মানি তখন লেপার্ড ট্যাংক সরবরাহ করার বিষয়ে কোনো অজুহাত দেখাতে পারবে না। গতকাল (রোববার) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে তিনি এসব কথা বলেন।
টেক্সাস থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাকল বলেন, আমেরিকা ইউক্রেনকে একটি আব্রামস ট্যাংক দিলে জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহ করে নেতৃত্বের আসন দখল করতে চাইবে। তিনি আরো বলেন, আমেরিকার এই পদক্ষেপের কারণে জার্মানি অন্য দেশগুলোকেও লেপার্ড ট্যাংক সরবরাহের অনুমতি দেবে।
ম্যাকল হচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠানোর বিষয়ে যেসব কংগ্রেসম্যান অতি উৎসাহী তিনি তাদের মধ্যে একজন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।