রাশিয়ার জব্দকৃত সম্পদ নিয়ে ইউক্রেনের পুনর্গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i118808-রাশিয়ার_জব্দকৃত_সম্পদ_নিয়ে_ইউক্রেনের_পুনর্গঠন_করবে_ইউরোপীয়_ইউনিয়ন
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে জব্দ করা ৩০০ বিলিয়ন ডলার সমান মূল্যের অর্থ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহারের বিষয়ে আলোচনা করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ১৮:২৬ Asia/Dhaka
  • রাশিয়ার জব্দকৃত সম্পদ নিয়ে ইউক্রেনের পুনর্গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে জব্দ করা ৩০০ বিলিয়ন ডলার সমান মূল্যের অর্থ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহারের বিষয়ে আলোচনা করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা সম্পদ নিয়ে ইউরোপের পুনর্গঠনের বিষয়টি তিনি জোরালোভাবে এগিয়ে নিতে চান। তার আগে এই সম্পদ কাজে লাগিয়ে লভ্যাংশ বের করতে চান যা ইউক্রেনের পুনর্গঠন কাজে লাগবে। 
মিশেল বলেন, এটি ন্যায়বিচার এবং স্বচ্ছতার প্রশ্ন। এটি অবশ্যই আইনগত নীতি অনুসরণ করেই করা হবে- সেটি পরিষ্কার।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা এ বিষয়ে কিছু উদ্দীপনামূলক আলোচনা করবেন। তিনি আরো বলেন, রাশিয়ার সম্পদ জব্দ করার ব্যাপারে আইনগত কিছু বাধা থাকলেও এ বিষয়ে বিরাট রাজনৈতিক স্বার্থ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কোনো কোনো কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, রাশিয়ার সম্পদ জব্দ করা হবে ঝুঁকিপূর্ণ এবং সেগুলো ব্যয় করা হবে বিপজ্জজনক নজির। এতে ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতাও ঝুঁকের মুখে পড়তে পারে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।