‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে আমেরিকাকে জবাব দেব
(last modified Fri, 03 Feb 2023 06:59:38 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১২:৫৯ Asia/Dhaka
  • ‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে আমেরিকাকে জবাব দেব

উত্তর কোরিয়া বলেছে, দেশটি ‘সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে আমেরিকার উস্কানিমূলক সামরিক তৎপরতা জবাব দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এক বিবৃতিতে পিয়ংইয়ং-এর এই সতর্কবাণী প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপের বিদ্যমান উত্তেজনাকে ‘চরম রেড লাইনের’ দিকে নিয়ে যাচ্ছে। কেসিএনএ বলেছে, “আমেরিকা ও তার তাবেদার শক্তির সংঘাতময় সামরিক মহড়া ও বিদ্বেষী তৎপরতার কারণে কোরীয় উপদ্বীপের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একটি নয়া রেড লাইনে পৌঁছেছে।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তর কোরিয়া কঠোর ভাষায় এ হুঁশিয়ারি উচ্চারণ করল। অস্টিন গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরে গিয়ে বলেছিলেন, ওয়াশিংটন কোরীয় উপদ্বীপে নিজের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করবে।

অস্টিন আরো বলেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধবিমানের পাশাপাশি যুদ্ধবিমান বহনকারী রণতরীও থাকবে। এছাড়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও অপারেশন বিষয়ক পরিকল্পনাগুলো আগের মতো অব্যাহত থাকবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সব ধরনের গুজব রটনা করে উত্তর কোরিয়াকে ‘শয়তানি শক্তি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।  তবে উত্তর কোরিয়া তার সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি দিয়ে দেশটির বিরুদ্ধে সৃষ্টি করা বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জবাব দেবে। #

পার্সটুডে/এমএমআই/৩