ইউক্রেনে পশ্চিমা দূরপাল্লার অস্ত্র! রাশিয়া কি পরমাণু বোমা ব্যবহার করবে?
https://parstoday.ir/bn/news/world-i119284-ইউক্রেনে_পশ্চিমা_দূরপাল্লার_অস্ত্র!_রাশিয়া_কি_পরমাণু_বোমা_ব্যবহার_করবে
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দেবে বলে ঘোষণা করেছে। দুইশ বিশ কোটি ডলারের এক গুচ্ছ সাহায্যের আওতায় এইসব অস্ত্র দেয়া হবে বলে পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৪:১২ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দেবে বলে ঘোষণা করেছে। দুইশ বিশ কোটি ডলারের এক গুচ্ছ সাহায্যের আওতায় এইসব অস্ত্র দেয়া হবে বলে পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে।

বিশেষ ধরনের এইসব বোমা রুশ সেনা অবস্থানগুলোর সীমানার ১৫০ কিলোমিটার গভীরে আঘাত হানতে পারবে যাতে ইউক্রেন তার হাতছাড়া হওয়া ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করতে পারে।

ভূমি থেকে নিক্ষেপযোগ্য এসব বোমা রাশিয়ার সামরিক তদারকির মূল কেন্দ্রগুলোসহ অস্ত্র গুদাম ও বিমান ঘাঁটিগুলোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের অস্ত্রগুলো যত বেশি দুরপাল্লার হবে ততই আমাদের সেনারা বেশি সক্রিয় হতে পারবে এবং রাশিয়ার 'নৃশংস' হামলা ততই দ্রুত শেষ হবে।

ইউক্রেন অনেক আগ থেকেই দুরপাল্লার অস্ত্র দিতে মার্কিন সরকারের প্রতি দাবি জানিয়ে আসছিল। 

ইউক্রেনে যুদ্ধ চলছে প্রায় এক বছর ধরে। ইউক্রেনে নজিরবিহীন মাত্রায় পশ্চিমা সামরিক সাহায্য আসতে থাকায় যুদ্ধ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং যুদ্ধ আরও প্রকট রূপ নিয়ে আরও ব্যাপক অঞ্চল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জোরদার হচ্ছে। 

মার্কিন সরকার মুখে মুখে যুদ্ধ থামাতে আগ্রহী বলে ঘোষণা করে আসলেও বাস্তবে রাশিয়াকে দুর্বল করতে ও যত বেশি সম্ভব সংকটে জড়িয়ে রাখতে চায়। 

মার্কিন সরকার ও পশ্চিমা মিত্ররা তাই দিনকে দিন ইউক্রেনের প্রতি কৌশলগত সামরিক সাহায্য জোরদার করছে।

রাশিয়া পশ্চিমাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে এবং ক্রিমিয়ার ওপর ইউক্রেনের হামলার আশঙ্কা করছে।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার গভীরে বা ক্রিমিয়া উপদ্বীপে হামলা করা হলে তা রাশিয়ার ওপর হামলা বলে ধরে নেয়া হবে এবং এতে সংঘাত বেড়ে যাবে। ক্রিমিয়ায় হামলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, এ ধরনের হামলার প্রতিশোধ হবে অবশ্যম্ভাবী এবং রাশিয়া যেকোনো অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারে। যে কোনো অস্ত্র বলতে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে।   

মেদভেদেভ আরও বলেছেন, ইউক্রেনে মার্কিন সমরাস্ত্রের চালান অব্যাহত থাকলে সংঘাত এতটা প্রবল হবে যে, তা গোটা ইউক্রেনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে তথা ইউক্রেনের ওপর বিচার-দিবসের মহাপ্রলয় নেমে আসবে! #

পার্সটুডে/এমএএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।