পরমাণু হামলার সময় তুলনামূলক নিরাপদ স্থান কোনটি?
https://parstoday.ir/bn/news/world-i118632-পরমাণু_হামলার_সময়_তুলনামূলক_নিরাপদ_স্থান_কোনটি
সাইপ্রাসের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে বের করেছেন যে পরমাণু হামলার আঘাত থেকে বাঁচার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বসতঘরের কোণা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৩ ১০:১৩ Asia/Dhaka
  • পরমাণু হামলার সময় তুলনামূলক নিরাপদ স্থান কোনটি?

সাইপ্রাসের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে বের করেছেন যে পরমাণু হামলার আঘাত থেকে বাঁচার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বসতঘরের কোণা।

বিজ্ঞানীদের গবেষণা রিপোর্টে বলা হয়েছে, পরমাণু হামলার সময় যেসব ব্যক্তি ঘরের ভেতর অবস্থান করবে তুলনামূলক তাদের ক্ষতির সম্ভাবনা কম, যদিও পরমাণু হামলা বিপজ্জনক বিষয়।

সাইপ্রাসের বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে পরমাণু হামলার বহড়া চালিয়ে দেখেছেন যে, ভয়াবহ বিপর্যয় থেকে কিছুটা হলেও ঘরের কোণে সুবিধা পাওয়া যায়। সাইপ্রাসের বিজ্ঞানীরা তাদের রিপোর্ট দাবি করেছেন, পরমাণু হামলার কেন্দ্রের কাছে যারা অবস্থান করবে তারা মুহূর্তে বাষ্পীভূত হয়ে যাবে। আর যারা বেশ খানিকটা দূরে থাকবে যদিও সে হামলা বিপজ্জনক তবে ঘরের ভেতরে থাকার কারণে বিপদ সামান্য কিছু কম হতে পারে।

সাইপ্রাসের নিকোশিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের প্রধান দিমিত্রি আমেরিকান ইন্সটিটিউট অব ফিজিক্সকে বলেন, এই গবেষণায় দেখা গেছে- পরমাণু বোমা হামলার পর সৃষ্ট উচ্চ বাতাসের গতি উল্লেখযোগ্য মাত্রায় বিপদের কারণ হয়ে দেখা দেবে। বিস্ফোরণের কারণে কেন্দ্রের কিলোমিটার ব্যাসার্ধে মধ্যে ‘শকওয়েভ বাবল’ তৈরি হবে যার কারণে প্রচণ্ড গতির বাতাস আঘাত হানবে এবং এতে বেশিরভাগ ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে এবং লোকজন হতাহত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৯