সঙ্গে আছে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
চীন সফরে প্রেসিডেন্ট রায়িসি; আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালেন শি জিনপিং
-
চীনা প্রেসিডেন্ট (বামে) ও ইরানি প্রেসিডেন্ট (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন।
রাজধানী বেইজিংয়ে অভ্যর্থনার সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং ইরানি প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া, তার সম্মানে ২১ বার তোপধ্বনি দেয়া হয়।
আনুষ্ঠানিক অভ্যর্থনার পরই ইরান এবং চীনের উচ্চ পর্যায়ের দুটি প্রতিনিধিদল আলোচনায় বসে। এ সফরের সময় দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি ও ডকুমেন্ট সই করবেন বলে আশা করা হচ্ছে। এসব চুক্তি ও ডকুমেন্ট দুই দেশের মধ্যে সহযোগিতা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে আজ (মঙ্গলবার) সকালে প্রেসিডেন্ট রায়িসি বেইজিং সফরে পৌঁছান। সফরে তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।সকালে রাজধানী তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে একাধিপত্ববাদ-বিরোধী লড়াইয়ে ইরান এবং চীন একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করে।২০২১ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ইব্রাহিম রায়িসি চীন সফর করছেন।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।