আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i120124-আফগানিস্তানে_নিজের_যুদ্ধের_চেয়ে_ইউক্রেনে_বেশি_অর্থ_ব্যয়_করেছে_আমেরিকা
আফগানিস্তানে আমেরিকা তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহযোগিতা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৩:৩২ Asia/Dhaka
  • ইউক্রেন সেনা
    ইউক্রেন সেনা

আফগানিস্তানে আমেরিকা তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহযোগিতা দিয়েছে।

জার্মানির গবেষণা প্রতিষ্ঠান স্টাটিস্টা সংকলিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রিপোর্টে দেখা যায়, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ১১ মাসে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে ৪ হাজার ৬৬০ কোটি ডলার দিয়েছে।
এর বিপরীতে ২০০২ সালে আফগানিস্তান যুদ্ধের বার্ষিক খরচ হিসেবে আমেরিকা ৪ হাজার ৩৪০ কোটি ডলার খরচ করেছিল বলে স্টাটিস্টা জানাচ্ছে। আফগানিস্তানে প্রথম ১০ বছরের যুদ্ধে গড়ে আমেরিকা এই পরিমাণ অর্থ খরচ করেছিল। 
ইউক্রেনে আমেরিকা ১১ মাসে যে অর্থ খরচ করেছে তার সাথে ইউক্রেনের নিজের ৫০০ কোটি ডলার যোগ করা হয়নি। এই অর্থ যোগ করলে খরচ আরো অনেক বেশি বেড়ে যাবে। 
এছাড়া, অসামরিক উপায় উপকরণ এবং খরচ এর সাথে যুক্ত করা হয়নি। এই খাতেও খরচ হয়েছে সাড়ে চারশো কোটি ডলার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের পেনশন, মাসিক ভাতা এবং অন্যান্য সরকারি খরচের জন্য এই সাড়ে চারশ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এক বছরের যুদ্ধে সামরিক ও বেসামরিক সহায়তা হিসেবে আমেরিকা ইউক্রেনকে মোট ১১ হাজার ৩০০ কোটি ডলার অর্থ দিয়েছে। পাশাপাশি মার্কিন প্রশাসন ইউক্রেন সরকারকে জানিয়ে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য সহায়তা প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া এই সহায়তা দেয়া অব্যাহত রাখবে। 
ইউক্রেন যুদ্ধে আমেরিকা গত এক বছরে যে পরিমাণে অর্থ খরচ করেছে তার চেয়ে প্রায় অর্ধেক অর্থ খরচ হয় আমেরিকার বার্ষিক সামরিক বাজেট খাতে। রাশিয়া প্রতিবছর সামরিক খাতে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার কোটি ডলার ব্যয় করে।
মার্কিন আইন প্রণেতাদের অনেকেই ইউক্রেন যুদ্ধকে আমেরিকার প্রক্সি ওয়ার বলছেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।