ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন কেড়ে নিল আরও ৪৩ প্রাণ
https://parstoday.ir/bn/news/world-i120154-ইউরোপের_উন্নত_জীবনের_স্বপ্ন_কেড়ে_নিল_আরও_৪৩_প্রাণ
উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে জাহাজ ডুবিতে প্রাণ গেছে আরও ৪৩ জনের। ইতালির উপকূলরক্ষী ও পুলিশ আজ এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ২১:০৩ Asia/Dhaka
  • ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন কেড়ে নিল আরও ৪৩ প্রাণ

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে জাহাজ ডুবিতে প্রাণ গেছে আরও ৪৩ জনের। ইতালির উপকূলরক্ষী ও পুলিশ আজ এ তথ্য জানিয়েছে।

দালালদের খপ্পরে পড়ে অসচেতন ব্যক্তিরা মাঝে মধ্যেই ঝুঁকিপূর্ণ জাহাজে করে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে এবং এদের অনেকেই পানিতে ডুবে মারা যায়।  

তারা বলেছে, ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে জাহাজ ডুবে বহু মানুষ হতাহত হয়েছে। মোট ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে আসতে পেরেছেন। আর উপকূল বরাবর এলাকা থেকে ৪৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পূর্ব ক্যালাব্রিয়া উপকূলের সাগর তীরবর্তী রেসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে জাহাজ ডুবি হয়।

ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় ক্রোটোন শহরের কাছে ভেড়ার চেষ্টা করার সময় জাহাজটি পাথরে টক্কর খেয়ে ভেঙে যায়। জাহাজটিতে ১২০ জনের মতো আরোহী ছিল। সাগরে জীবিত আর কেউ আছে কিনা তার সন্ধান চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে এ ঘটনাকে বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে এভাবে ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি বন্ধ হওয়া ‘অপরিহার্য’ মন্তব্য করেন তিনি। এই মন্ত্রী আরও বলেন, এতে কেবল পাচারকারীদের ফায়দা হয়, আর আজকের মতো এমন সব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জাহাজটিতে পাকিস্তান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিল বলে জানিয়েছে ইতালির একটি সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।