আইসিসির চিফ প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি মামলা
https://parstoday.ir/bn/news/world-i120932-আইসিসির_চিফ_প্রসিকিউটর_ও_বিচারকদের_বিরুদ্ধে_রাশিয়ার_ফৌজদারি_মামলা
হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিচারকদের পাশাপাশি ওই আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চালু করেছে রাশিয়া। আইসিসির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিল রাশিয়া।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
মার্চ ২১, ২০২৩ ১১:১১ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিচারকদের পাশাপাশি ওই আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চালু করেছে রাশিয়া। আইসিসির পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিল রাশিয়া।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কথিত যুদ্ধাপরাধের দায়ে গত শুক্রবার আইসিসি পুতিনসহ আরেকজন পদস্থ রুশ কর্মকর্তার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করে।  

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার একটি বিচার বিভাগীয় কমিটি সোমবার বলেছে, ওই গ্রেফতারি পরোয়ানা জারি করার অপরাধে তারা রুশ আদালতে আইসিসির বিচারকদের পাশাপাশি চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন।

ওই কমিটি আরো বলেছে, আইসিসির ওই আদেশে একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে যা রাশিয়ার আইনে অপরাধ হিসেবে বিবেচিত। এছাড়া, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যে ব্যক্তি আন্তর্জাতিক দায়মুক্তি ভোগ করেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার আন্তর্জাতিক তৎপরতাকে জটিল করে তোলা হয়েছে।

এর আগে পুতিনের বিরুদ্ধে আইসিসি’র জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ‘তাৎপর্যহীন’ বলে মন্তব্য করেছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আইসিসির বিচারিক ক্ষমতাকে স্বীকৃতি দেয়নি মস্কো। তাই ওই আদালতের পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে জারি করা পরোয়ানাকে ‘গর্হিত ও অগ্রহণযোগ্য’ বলে মনে করছি মস্কো।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে একই ধরনের মন্তব্য করেছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই।”#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২১