নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: কেরি
(last modified Thu, 16 Jun 2016 11:07:56 GMT )
জুন ১৬, ২০১৬ ১৭:০৭ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গত বছরের জুলাই মাসে সই হওয়া পরমাণু চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা।

নরওয়ের রাজধানী অসলোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে দীর্ঘ বৈঠক করার পর তিনি এ কথা বলেন। কেরি বলেন, মার্কিন প্রশাসন সম্পূর্ণভাবে পরমাণু চুক্তির ওপর আস্থা রাখে। তিনি আরো জানান, “ব্যক্তিগতভাবে তিনি নিজেই ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কথা বলেছেন। ইরানের ওপর অনেক দিন নিষেধাজ্ঞা থাকার কারণে এখন অনেকেই বুঝতে পারছেন না কোনটা তারা করবেন আর কোনটা করবেন না। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনের সামনে কিছু সীমাবদ্ধতা রয়েছে।”

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা যদি পরমাণু চুক্তি লঙ্ঘন করে তাহলে ইরান তা পুড়িয়ে দেবে। এর একদিন পর কেরি এসব কথা বললেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬

 

ট্যাগ