মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল কিনছে ইউরোপের দেশগুলো
(last modified Mon, 24 Apr 2023 10:24:58 GMT )
এপ্রিল ২৪, ২০২৩ ১৬:২৪ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল কিনছে ইউরোপের দেশগুলো

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও ইউরাপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ তেহরানের কাছ থেকে তেল কিনছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য মতে- গত বছর ইরান থেকে পূর্ব ইউরোপের তিন দেশ রোমানিয়া, পোল্যান্ড ও বুলগেরিয়া চার হাজার ১৮১ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করেছে।
মার্কিন সরকার ইরানের তেল কেনার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে, কোনো দেশ ইরানের কাছ থেকে তেল কিনলে সেই দেশের সরকার ও আমদানিকারী প্রতিষ্ঠান শাস্তির মুখে পড়বে।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ইরান থেকে এসব দেশ যে তেল কিনেছে তার মধ্যে চার হাজার টনই গেছে রোমানিয়ায়। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে- ২০১৮ সালে মার্কিন সরকার ইরানের তেল কেনার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পর সর্বশেষ ইরানের তেল কেনার তালিকায় নাম লেখায় বুলগেরিয়া। গত ডিসেম্বরে এ দেশটি ইরান থেকে ১৬৮ মেট্রিক টন তেল আমদানি করেছে। জানুয়ারি মাসেও তেল কেনা অব্যাহত রাখে বুলগেরিয়া এবং এ মাসে দেশটি ইরান থেকে তেল নিয়েছে ৮১ মেট্রিক টন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, যদিও ইউরোপের দেশগুলো কম পরিমাণে ইরান থেকে তেল কিনছে তবে এর মধ্যদিয়ে পরিষ্কার হচ্ছে যে, ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেহরানের কাছ থেকে তেল কিনতে আগ্রহী।#
পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।