পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন: জার্মান মিডিয়া
https://parstoday.ir/bn/news/world-i122524-পুতিনকে_হত্যার_ষড়যন্ত্র_করেছিল_ইউক্রেন_জার্মান_মিডিয়া
পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন। একটি জার্মান মিডিয়া এ খবর দিয়ে লিখেছে: ইউক্রেন ১৭ কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন। একটি জার্মান মিডিয়া এ খবর দিয়ে লিখেছে: ইউক্রেন ১৭ কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেছিল।

ফারস বার্তা সংস্থা জার্মানির বিল্ড পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে। বিল্ড লিখেছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ড্রোনটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হওয়ায় কিয়েভের ওই হত্যা পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে।

বিল্ড আরও জানায় গত রোববার ইউক্রেনীয় বাহিনী ১৭ কেজি সি-ফোর বিস্ফোরক বোঝাই একটি ইউ,জে-২২ ড্রোন আকাশে ওড়ায়। মস্কোর কাছে নবনির্মিত শিল্প নগরী রুদনেভের লক্ষ্যে ওই ড্রোন উড্ডয়ন করানো হয়েছিল। রুদনেভ শিল্প-শহর পরিদর্শনে যাওয়ার কথা ছিল পুতিনের। কিন্তু ড্রোনটি ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছানোর আগেই তার নির্ধারিত গন্তব্য থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হয়ে যায়। ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট ইউরি রোমানেনকোর একটি টুইট বার্তা উদ্ধৃত করে ওই খবর দিয়েছে বিল্ড।

বিল্ডের এই প্রতিবেদন সম্পর্কে কিয়েভ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করে নি।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।