ভারত জ্বালানি তেলের বেশিরভাগই আমদানি করছে রাশিয়া থেকে
https://parstoday.ir/bn/news/world-i123476
ভারত তার জ্বালানি তেলের চাহিদা মিটানোর জন্য রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি করছে। এরমধ্যে এপ্রিল মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২২, ২০২৩ ১৫:৪৮ Asia/Dhaka
  • ভারত জ্বালানি তেলের বেশিরভাগই আমদানি করছে রাশিয়া থেকে

ভারত তার জ্বালানি তেলের চাহিদা মিটানোর জন্য রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি করছে। এরমধ্যে এপ্রিল মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে।

গত ২২ বছরের মধ্যে ভারত এবারই প্রথম আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সবচেয়ে কম তেল আমদানি করেছে। মার্চ মাসের তুলনায় গত মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ
এপ্রিল মাসে প্রতিদিন ভারত রাশিয়া থেকে ১৯ লাখ ব্যারেল তেল নিয়েছে। এ সময়ে দেশটি ইরাক থেকে ৯ লাখ ২৮ হাজার ৪০০ ব্যারেল এবং সৌদি আরব থেকে প্রতিদিন ৭ লাখ ২৩ হাজার ৮০০ বারের তেল নিয়েছে।
২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে রাশিয়া এশিয়াকে তার তেলের প্রধান বাজারে পরিণত করে। এ সময় থেকে ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে ওঠে। ভারত হচ্ছে এশিয়ার তৃতীয় প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বে এটি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।