এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দিতে সময়সূচি তৈরি করেছে পোল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i123894-এফ_১৬_যুদ্ধবিমান_চালনার_প্রশিক্ষণ_দিতে_সময়সূচি_তৈরি_করেছে_পোল্যান্ড
ইউক্রেনের পাইলটদের মার্কিন-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দিতে একটি ট্রেনিং কর্মসূচি তৈরি করেছে পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গত বছর থেকে এফ-১৬ যুদ্ধবিমান ও প্রশিক্ষণ চেয়ে আসছিল ইউক্রেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০২, ২০২৩ ১৩:২৪ Asia/Dhaka
  • পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাউয়িকি
    পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাউয়িকি

ইউক্রেনের পাইলটদের মার্কিন-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দিতে একটি ট্রেনিং কর্মসূচি তৈরি করেছে পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গত বছর থেকে এফ-১৬ যুদ্ধবিমান ও প্রশিক্ষণ চেয়ে আসছিল ইউক্রেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাউয়িকি বৃহস্পতিবার মোলদোভায় ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। মোলদোভার শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশগ্রহণ করেন।  

এখন পর্যন্ত আমেরিকার কয়েকটি মিত্র দেশ ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালনার প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউয়িকি বলেন, “আমরা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের জন্য একটি সময়সূচি নির্ধারণ করেছি। আমরা তাদেরকে এফ-১৬ চালনার প্রশিক্ষণ দিতে চাই।”

আমেরিকা ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান না দিলেও দেশটিকে এই যুদ্ধবিমান দিতে মিত্র দেশগুলোকে সবুজ সংকেত দিয়েছে। আমেরিকার বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র এ কাজ করতে সম্মত হয়েছে।

রাশিয়া এরইমধ্যে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, এটি করা হলে ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সরাসরি যুক্ত হওয়ার বিষয়টি আরো স্পষ্ট হবে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।