অর্থের বিনিময়ে বাহরাইনের কারাগার থেকে বন্দীদের মুক্তির কথা জানালেন ব্রিটিশ এমপিরা
https://parstoday.ir/bn/news/world-i124532-অর্থের_বিনিময়ে_বাহরাইনের_কারাগার_থেকে_বন্দীদের_মুক্তির_কথা_জানালেন_ব্রিটিশ_এমপিরা
ব্রিটেনের এমপিরা বাহরাইনের কারাগারে আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করার বিনিময়ে দেশটির সরকারকে অর্থনৈতিক সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে এই অর্থ আটকে দেয়ার কথা বলেন তারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৩ ১৫:৩২ Asia/Dhaka
  • অর্থের বিনিময়ে বাহরাইনের কারাগার থেকে বন্দীদের মুক্তির কথা জানালেন ব্রিটিশ এমপিরা

ব্রিটেনের এমপিরা বাহরাইনের কারাগারে আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করার বিনিময়ে দেশটির সরকারকে অর্থনৈতিক সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে এই অর্থ আটকে দেয়ার কথা বলেন তারা।

চলতি সপ্তাহে বাহরাইনের যুবরাজ এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফা লন্ডন সফরে যাবেন বলে কথা রয়েছে। এর আগে ব্রিটিশ এমপিরা দেশের প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানালেন।

তারা বলেছেন, বাহরাইন সরকারকে নিঃশর্তভাবে অর্থনৈতিক সহায়তা দিতে গেলে দেশটির কারাগারে যে সমস্ত রাজবন্দী রয়েছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য মানামা সরকারের ওপর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে।

ব্রিটিশ এমপিদের একটি  চিঠির বরাত দিয়ে লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই গণমাধ্যম  এ খবর দিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, গত এক দশকে লন্ডন বাহরাইনকে ১৩ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে কিন্তু এ সময়ে দেশটিতে গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।

ব্রিটিশ এমপিরা বলেছেন, লন্ডন সরকার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিসকে অর্থ সহায়তা দিয়েছে অথচ এই দুটি প্রতিষ্ঠানই সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত।

গত মাসে জাতিসংঘ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিসের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান না থাকার জন্য উদ্বেগ প্রকাশ করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।