আলবেনিয়ায় ইরানবিরোধী সন্ত্রাসীদের ঘাঁটিতে পুলিশের হামলা; ভুল স্মরণ করালো তেহরান
https://parstoday.ir/bn/news/world-i124676-আলবেনিয়ায়_ইরানবিরোধী_সন্ত্রাসীদের_ঘাঁটিতে_পুলিশের_হামলা_ভুল_স্মরণ_করালো_তেহরান
আলবেনিয়ার দুরেস শহরে সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী এমকেও'র ঘাঁটিতে গতকাল (মঙ্গলবার) হামলা চালিয়েছে সেদেশের পুলিশ। সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০২৩ ১৯:৫৫ Asia/Dhaka
  • পুলিশি অভিযানের দৃশ্য
    পুলিশি অভিযানের দৃশ্য

আলবেনিয়ার দুরেস শহরে সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী এমকেও'র ঘাঁটিতে গতকাল (মঙ্গলবার) হামলা চালিয়েছে সেদেশের পুলিশ। সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

আলবেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুনাফিকিন গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা সাইবার সন্ত্রাসও চালাচ্ছে। এ কারণে তাদের শিবিরের সব স্থাপনা ও দপ্তরে তল্লাশি চালানো হয়েছে। আইন মেনেই এটা করা হয়েছে।

আলবেনিয়ার গণমাধ্যম জানিয়েছে, সেদেশের আদালত আজ (বুধবার) মুনাফিকিন গোষ্ঠীর চার জন সদস্যের বিরুদ্ধে মামলা করেছে। এসব ব্যক্তি পুলিশের ওপর হামলার পাশাপাশি একাধিক আইন লঙ্ঘন করেছে। এছাড়াও মুনাফিকিন গোষ্ঠীর আরও কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এছাড়া, ইউরোপের আরেক দেশ ফ্রান্সের পুলিশ মুনাফিকিন গোষ্ঠীর পূর্বঘোষিত একটি কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছে। মুনাফিকিন গোষ্ঠীর সদস্যরা কর্মসূচি পালনকালে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আলবেনিয়ায় সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠীর অপরাধমূলক তৎপরতার প্রতি ইঙ্গিত করে বলেছেন, আলবেনিয়ার সরকার এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ভুল করেছে। তারা এই ভুল শুধরে নেবে বলে আশা করছে ইরান।#

এমকেও হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে গঠিত একটি সন্ত্রাসী গোষ্ঠী। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব বিজয়ের সময় থেকে এ পর্যন্ত এমকেওসহ বিপ্লব বিরোধী কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১৭ হাজারের বেশি নিরপরাধ ইরানি নিহত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।