সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থার’ কথা ভাবছে আমেরিকা: এপি
https://parstoday.ir/bn/news/world-i125610-সিরিয়ায়_রাশিয়ার_বিরুদ্ধে_সামরিক_ব্যবস্থার’_কথা_ভাবছে_আমেরিকা_এপি
সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থা’ নেয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, “সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০২৩ ১৭:৫৬ Asia/Dhaka
  • সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থার’ কথা ভাবছে আমেরিকা: এপি

সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার উপস্থিতির বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থা’ নেয়ার কথা বিবেচনা করছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, “সিরিয়ার আকাশে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।”

পেন্টাগন এমন সময় এ ঘোষণা দিল যখন সিরিয়ার ভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা। জাতিসংঘ যেমন তাদেরকে সিরিয়ায় যেতে ম্যান্ডেট দেয়নি তেমনি দামেস্ক সরকারও তাদেরকে আমন্ত্রণ জানায়নি। উল্টো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার মার্কিন সেনাদেরকে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে।

পক্ষান্তরে সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে সেনা পাঠিয়েছে মস্কো।

বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে পেন্টাগনের ওই কর্মকর্তা অবশ্য একথা খোলাসা করেননি যে, রাশিয়ার বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে। তিনি বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলের আকাশে মার্কিন যুদ্ধবিমানের টহল অব্যাহত থাকবে।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লে. জেনারেল অ্যালেক্স গ্রিনকেভিচ দাবি করেছিলেন, রুশ যুদ্ধবিমানগুলো সিরিয়ার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ গোয়েন্দা ড্রোনকে এক সপ্তাহে তিনবার হয়রানি করেছে। রাশিয়ার বিমান বাহিনী যখন সিরিয়ার বিমান বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছিল তখনকার ঘটনা বর্ণনা করেন জেনারেল অ্যালেক্স। মস্কো উল্টো অভিযোগ করেছে, ওই মহড়ার জন্য নির্ধারিত আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন পাঠিয়েছিল আমেরিকা।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।