ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার পূর্ণ সম্মান রয়েছে: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i125714-ইরানের_ভৌগোলিক_অখণ্ডতার_প্রতি_রাশিয়ার_পূর্ণ_সম্মান_রয়েছে_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি মস্কোর পূর্ণ সম্মান রয়েছে। তিনি গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৯, ২০২৩ ০৯:০৮ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি মস্কোর পূর্ণ সম্মান রয়েছে। তিনি গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।

পারস্য উপসাগরে অবস্থিত তিন ইরানি দ্বীপের মালিকানা প্রশ্নে রাশিয়ার সাম্প্রতিক বিতর্কিত অবস্থান প্রশ্নে তেহরানের তীব্র প্রতিবাদের পর এ ফোনালাপ অনুষ্ঠিত হলো। এতে দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন।

গত সপ্তাহে তিন ইরানি দ্বীপ গ্রেটার তুম্ব, লেসার তুম্ব ও আবু মুসা দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের একটি বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছিল রাশিয়া।

তেহরান রাশিয়ার ওই অবস্থানের তীব্র প্রতিবাদ জানায়। মস্কো থেকে প্রকাশিত ওই যৌথ বিবৃতির প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।এ সময় রুশ রাষ্ট্রদূতকে বলা হয়, পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং রাশিয়া যেন এ ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করে।

মঙ্গলবারের ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের তিন দ্বীপের ব্যাপারে রাশিয়ার অবস্থানে ‘বিস্ময়’ প্রকাশ করেন। ইরান-রাশিয়া সম্পর্ক কঠিন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত- উল্লেখ করে তিনি বলেন,  দু’দেশের এই সম্পর্কের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেয়া ঠিক হবে না। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে রাশিয়ার কোনো সংশয় নেই। এ ব্যাপারে মস্কোর পূর্ণ সম্মান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।