ইন্দোনেশিয়া উপকূলে আটক তেল ট্যাংকার ইরানের নয়: তেল মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i125840-ইন্দোনেশিয়া_উপকূলে_আটক_তেল_ট্যাংকার_ইরানের_নয়_তেল_মন্ত্রণালয়
ইন্দোনেশিয়া সরকার দেশটির উপকূল থেকে সম্প্রতি যে তেলবাহী ট্যাংকারটি আটক করেছে ইরান তার যেকোনো ধরনের মালিকানা অস্বীকার করেছে। তেহরান বলেছে, ওই তেল ট্যাংকারটি ইরানের মালিকানাধীন বলে যে প্রচার চালানো হয়েছে তার কোনো ভিত্তি নেই বরং ইরানি-বিরোধী প্রোপাগান্ডার অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২২, ২০২৩ ১০:০৬ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়া উপকূলে আটক তেল ট্যাংকার ইরানের নয়: তেল মন্ত্রণালয়

ইন্দোনেশিয়া সরকার দেশটির উপকূল থেকে সম্প্রতি যে তেলবাহী ট্যাংকারটি আটক করেছে ইরান তার যেকোনো ধরনের মালিকানা অস্বীকার করেছে। তেহরান বলেছে, ওই তেল ট্যাংকারটি ইরানের মালিকানাধীন বলে যে প্রচার চালানো হয়েছে তার কোনো ভিত্তি নেই বরং ইরানি-বিরোধী প্রোপাগান্ডার অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আরেকটি জাহাজে অবৈধভাবে তেল স্থানান্তরের সময় ইন্দোনেশিয়ার কোস্টগার্ড ‘এমটি-আরমান ১১৪’ নামের যে তেল ট্যাংকারটি আটক করেছে তা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নয়।”

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারটি ইরানের বলে যে খবর প্রচার করা হয়েছে তার ‘নির্ভরযোগ্যতার অভাব’ রয়েছে এবং ইরানের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার জন্য এ কাজ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড গত ১১ জুলাই দেশটির উপকূল থেকে একটি সুপার ট্যাংকার আটক করে। অন্য একটি জাহাজে তেল স্থানান্তরের সন্দেহজনক তৎপরতা চালানোর অভিযোগে এটি আটক করা হয়। জাকার্তা দাবি করেছে, ট্যাংকারটিতে ২৭২,৫৬৮ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে যার দাম কয়েক মিলিয়ন ডলার। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছিল যে, ট্যাংকারটি ইরানি তেল বহন করছিল।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২২