পশ্চিমাদের দেয়া ইউক্রেনের আরো ট্যাংক ধ্বংস করল রুশ বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i126142-পশ্চিমাদের_দেয়া_ইউক্রেনের_আরো_ট্যাংক_ধ্বংস_করল_রুশ_বাহিনী
রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযানে আরো বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০২৩ ১২:৫৪ Asia/Dhaka
  • পশ্চিমাদের দেয়া ইউক্রেনের আরো ট্যাংক ধ্বংস করল রুশ বাহিনী

রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযানে আরো বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় কিয়েভের বাহিনী কয়েকশ সেনা সদস্য হারিয়েছে। একই সাথে পশ্চিমাদের সরবরাহ করা বহু সংখ্যক সামরিক যান ধ্বংস হয়েছে যার মধ্যে জার্মানির তৈরি লেপার্ড-২ এবং ফ্রান্সে নির্মিত এএমএক্স-১০ ট্যাংক রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে গতকাল জানায়, জাপোরিজিয়া অঞ্চলের রাবোতিনো গ্রামে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর আগের দিনও সেখানে বড় রকমের যুদ্ধ হয়। এ সংঘর্ষে ইউক্রেন ১৮০ জনের বেশি সেনা হারিয়েছে এবং তিনটি লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস হয়। ফলে রাশিয়ার অবস্থান থেকে পিছু হটাতে ব্যর্থ হয় ইউক্রেনের সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সেনারা রাবোতিনো এলাকায় ফ্রান্সের তৈরি এএমএক্স-১০ মডেলের দুটি ট্যাংক হারিয়েছে। এছাড়াও অনলাইনে ছড়িয়ে পড়া একটি ফুটেজ থেকে দেখা যায়, মারিওপোলে এই মডেলের ক্ষতিগ্রস্ত একটি ট্যাংকসহ একটি সামরিক ট্রাক আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে রাশিয়ার সরকারি কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে যুদ্ধ চলছে। সেখানে ইউক্রেনের একটি বড় হামলা প্রতিহত করা হয়েছে। এই সংঘর্ষে ইউক্রেন ১১০ জন সেনা হারিয়েছে। এর পাশাপাশি বহু সংখ্যক আরমার্ড ভেহিকেল ও অন্যান্য যুদ্ধযান ধ্বংস হয়েছে যার মধ্যে তিনটি হাউটজার কামান রয়েছে।

এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্রের ক্রানসি লিমান শহরে রাশিয়ার সেনাদের অগ্রাভিযানে ইউক্রেনের অন্তত ৯০ জন সেনা নিহত ও দুটি ফাইটিং ভেহিকেল, সেল্ফ প্রোপেলড এবং টৌড হাউটজার ধ্বংস হয়।#

পার্সটুডে/এসআইবি/ জিএআর/ ২৯