আন্তর্জাতিক পানিসীমায় কার্যকর ভূমিকা রাখতে ইরান বদ্ধপরিকর: ইরানি
(last modified Sun, 30 Jul 2023 03:22:52 GMT )
জুলাই ৩০, ২০২৩ ০৯:২২ Asia/Dhaka
  • আন্তর্জাতিক পানিসীমায় কার্যকর ভূমিকা রাখতে ইরান বদ্ধপরিকর: ইরানি

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার বাহিনী আন্তর্জাতিক পানিসীমায় নিজের কার্যকর ও সফল উপস্থিতি ধরে রাখতে এবং ইরানের পতাকা সমুন্নত রাখতে  বদ্ধপরিকর।

তিনি শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এ প্রত্যয় জানান। অ্যাডমিরাল ইরানি রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে মস্কোর আমন্ত্রণে এক সামরিক কুচকাওয়াজে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গ গেছেন। ইরানের নৌপ্রধান বলেন, সারাবিশ্বের নৌবাহিনী বর্তমানে নৌ কূটনীতিতে সফল ভূমিকা পালন করছে এবং ইরানও তার ব্যতিক্রম নয়।

অ্যাডমিরাল ইরানি বলেন, তার বাহিনী ইরানের চবাহার উপকূলে রাশিয়া ও চীনের সঙ্গে যে যৌথ সামরিক মহড়া চালিয়ছে তা নৌ কূটনীতিরই অংশ। তিনি জানান, রুশ নৌপ্রধানের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি রাশিয়া সফরে গেছেন।

কুচকাওয়াজের অবকাশে সেন্ট পিটার্সবার্গে আগত বিভিন্ন দেশের নৌপ্রধানদের সঙ্গে অ্যাডমিরাল শাহরাম ইরানি বৈঠক করবেন। আজ (রোববার) শুরু হচ্ছে ওই সামরিক কুচকাওয়াজ। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২১ দেশের শীর্ষস্থনীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেবেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ