জার্মান অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউক্রেনকে ড্রোন সরবরাহ করবে
https://parstoday.ir/bn/news/world-i126778-জার্মান_অস্ত্র_উৎপাদনকারী_প্রতিষ্ঠান_ইউক্রেনকে_ড্রোন_সরবরাহ_করবে
জার্মানির অন্যতম প্রধান প্রতিরক্ষা ঠিকাদার রাইনমেটাল ইউক্রেনকে সর্বাধুনিক গোয়েন্দা ড্রোন সরবরাহ করতে যাচ্ছে। জার্মানির বিল্ড পত্রিকা এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  • জার্মান অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউক্রেনকে ড্রোন সরবরাহ করবে

জার্মানির অন্যতম প্রধান প্রতিরক্ষা ঠিকাদার রাইনমেটাল ইউক্রেনকে সর্বাধুনিক গোয়েন্দা ড্রোন সরবরাহ করতে যাচ্ছে। জার্মানির বিল্ড পত্রিকা এ খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে রাইনমেটাল ইউক্রেনকে নতুন প্রজন্মের লুনা এনজি গোয়েন্দা ড্রোন সরবরাহ করবে।
এই ড্রোন কয়েকশো কিলোমিটার দূরবর্তী অবস্থানে উড়ে গিয়ে নজরদারি করতে পারে এবং ভবিষ্যতে ড্রোনটি গোলাবারুদও বহন করতে পারবে। বিল্ড জানিয়েছে, এই ড্রোন রাইনমেটাল কোম্পানি জার্মান সরকারের পক্ষ থেকে ইউক্রেনকে সরবরাহ করবে।

লুনা এনজি ড্রোন শুধুমাত্র গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় না বরং এতে রয়েছে ফোর জি ওয়ারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম এবং খারাপ পরিস্থিতির মধ্যেও যোগাযোগ চালু রাখা যায়। এটি ৫ কিলোমিটার উচ্চতায় উঠতে পারে এবং কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে যোগাযোগের নেটওয়ার্ক বিস্তার করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।