পুতিনের শোক প্রকাশ; ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান পেন্টাগনের
https://parstoday.ir/bn/news/world-i127262-পুতিনের_শোক_প্রকাশ_ক্ষেপণাস্ত্র_আঘাত_হানার_খবর_প্রত্যাখ্যান_পেন্টাগনের
বিমান দুর্ঘটনায় রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে প্রিগোঝিনকে একজন ‘বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি ওই বিমান দুর্ঘটনায় নিহত সবার পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৫, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন ও ইয়েভগেনি প্রিগোঝিন (২০১৩ সালের ছবি)
    ভ্লাদিমির পুতিন ও ইয়েভগেনি প্রিগোঝিন (২০১৩ সালের ছবি)

বিমান দুর্ঘটনায় রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে প্রিগোঝিনকে একজন ‘বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী’ হিসেবে অভিহিত করে বলেন, তিনি ওই বিমান দুর্ঘটনায় নিহত সবার পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন।

পুতিন বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার জন্য দেশবাসীকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, তদন্ত শেষ হতে কিছুটা সময়  লাগবে।

রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে স্বল্পকালীন বিদ্রোহের নেতৃত্ব দানকারী প্রিগোঝিন ওই বিদ্রোহের দুই মাস পর বুধবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান।

বিমান দুর্ঘটনায় নিহত রাশিয়ার বেসরকারি সামরিক গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভগেনি

'প্রিগোঝিন একজন প্রতিভাবান ব্যক্তি যিনি কিছু ভুল করেছেন'

রুশ প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে আরো বলেন, প্রিগোঝিন ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তি যিনি কিছু ভুল করেছিলেন। বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার কমান্ডাররা ইউক্রেন যুদ্ধে ‘উল্লেখযোগ্য অবদান’ রেখেছেন বলেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পুতিন। তিনি বলেন, “আমি বহু বছর যাবত, সেই ১৯৯০’র দশকের গোড়ার দিক থেকে প্রিগোঝিনকে চিনতাম।”

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রিগোঝিন ছিলেন একজন চৌকস ব্যবসায়ী যিনি শুধু রাশিয়ায় নয় বরং বিদেশেও বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে ব্যবসার পরিধি বাড়িয়েছিলেন। ওয়াগনার প্রধান আফ্রিকায় তেল, গ্যাস, মূল্যবান ধাতু ও পাথরের ব্যবসা করতেন। পুতিন বলেন, আমি যতদূর জানি তিনি গতকালই আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন।

প্রিগোঝিনের বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি: পেন্টাগন

বুধবার বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান প্রিগোঝিন ও তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উতকিনসহ ১০ জন নিহত হওয়ার পর মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ একথা বলেছিলেন যে, রাশিয়া হয়তো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে ভূপাতিত করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছিল। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন বৃহস্পতিবার এ ধরনের খবরকে গুজব হিসেবে প্রত্যাখ্যান করে বলেছে, ভূমি থেকে নিক্ষেপযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে আঘাত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।#

পার্সটুডে/এমএমআই/২৫