নিকটাত্মীয়দের উপস্থিতিতে
ইয়েভগেনি প্রিগোঝিন নিজের শহর সেন্ট পিটার্সবার্গে সমাহিত
ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাশিয়ার প্রাইভেট সামরিক কোম্পানি ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে তার নিজের শহর সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। ওয়াগনারের জনসংযোগ শাখা টেলিগ্রামে সংক্ষিপ্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তবে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে প্রিগোঝিনের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় তার নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। বাবার কবরের পাশে প্রিগোঝিনকে সমাহিত করা হয়।
গত বুধবার সন্ধ্যায় রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছিলেন। সেই উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোঝিনের নাম ছিল। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে সবার ডিএনএ পরীক্ষা করা হয়। গত রোববার প্রিগোঝিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাশিয়ার কর্মকর্তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন ওয়াগনার প্রধান প্রিগোঝিন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছিলেন ওয়াগানার যোদ্ধারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোঝিনের।
গত ২৩ জুন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তিনি। এরপর কখনো বেলারুশ, কখনো আফ্রিকার মরুভূমিতে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যেই গত বুধবার নিজ দেশে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।