ফরাসি সেনা প্রত্যাহার করতে নাইজারের নারীদের আহ্বান
(last modified Thu, 31 Aug 2023 12:37:40 GMT )
আগস্ট ৩১, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • ফরাসি সেনা প্রত্যাহার করতে নাইজারের নারীদের আহ্বান

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফ্রান্সের সেনা প্রত্যাহার করার জন্য দেশটির শত শত নারী বিক্ষোভ করেছেন। গতকাল (বুধবার) সকালে এসব নারী নাইজারের রাজধানী নিয়ামির ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা ঝাড়ু মিছিল করেন এবং ফ্রান্সের আধিপত্যবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। 

সম্প্রতি নাইজারে সামরিক অভ্যুত্থান হয়েছে এবং দেশটিতে মোতায়েন ফরাসি সেনাদেরকে চলে যাওয়ার জন্য হাজার হাজার বিক্ষোভকারী সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া সামরিক সরকার নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে দেশটি ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। তবে ফরাসি রাষ্ট্রদূত নাইজার ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। এ প্রেক্ষাপটে ফ্রান্স এবং নাইজারের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে।
সম্প্রতি বুরকিনাফাসো এবং মালিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। এর পাশাপাশি গতকাল ৩০ আগস্ট গ্যাবনে সামরিক অভ্যুত্থান হয়েছে। এ দেশটি থেকেও ফরাসি সেনাদের চলে যাওয়ার কথা বলা হয়েছে। আফ্রিকার যে সমস্ত দেশে সাম্প্রতিক দিনগুলোতে সামরিক অভ্যুত্থান হয়েছে তার প্রত্যেকটির জনগণের মাঝে ফ্রান্স-বিরোধী কঠোর মনোভাব বিরাজ করছে।
এদিকে, নাইজারে সামরিক অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে গতকাল ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট বা ইকোওয়াস।#
পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ