জানিয়েছে জার্মানি
ইউক্রেনে খুব সহজে ট্যরেস ক্ষেপণাস্ত্র পাঠানো সম্ভব হবে না
-
ট্যরেস ক্ষেপণাস্ত্র
ইউক্রেনকে জার্মানি ট্যরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে খানিকটা পিছু হটেছে। দেশটি বলেছে, এই ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন কোনো সহজ প্রযুক্তি নয় যা খুব দ্রুত তৈরি করে ফেলা যাবে এবং ইউক্রেনকে সরবরাহ করা সম্ভব হবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক বলেন, ইউক্রেনের কাছে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর আগে এর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।
ইউক্রেনের কাছে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পর তা রাশিয়ার ভূখণ্ডে আঘাত করবে না- এমন নিশ্চয়তা কিভাবে দেয়া সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে বায়েরবক সাংবাদিকদের বলেন, "অন্য মিত্রদেরও একই প্রশ্ন রয়েছে এবং নিশ্চয়ই আমরা এর সমাধান খুঁজে বের করব।"জার্মানি নির্মিত ট্যরেস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার এবং এই ক্ষেপণাস্ত্র টর্নেডো, এফ-১৫ এবং এফ-১৮ জঙ্গিবিমান থেকে ছোড়া যায়।
জার্মান ম্যাগাজিন দারস্পাইগেল গত মাসে জানিয়েছিল, ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য জার্মানিকে অনুরোধ জানিয়েছে এবং জার্মান সরকার বিষয়টি নিয়ে এরইমধ্যে এমবিডিএ কোম্পানির সঙ্গে কথা বলেছে। জার্মান গণমাধ্যম জানিয়েছে, জার্মানির অস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে আঘাত করুক তা কোনমতেই চাইছেন না চ্যান্সেলর ওলাফ শোলয।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সামরিক সংঘাত শুরুর পর জার্মানি এ পর্যন্ত লেপার্ড-টু ট্যাংক এবং আইআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন