‘জি-২০ সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেফতার করা হবে না’
(last modified Sun, 10 Sep 2023 13:47:31 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১৯:৪৭ Asia/Dhaka
  • ‘জি-২০ সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেফতার করা হবে না’

আগামী বছর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা হবে না। এ ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। 

ইউক্রেনে গণহত্যা, শিশুদের দেশছাড়া ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি] গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এজন্য তিনি সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন, দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন এবং ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনেও যোগ দেননি। এসব সম্মেলনে তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন। এসব সম্মেলনে যোগ দিলে তাকে গ্রেফতার করার সম্ভাবনা ছিল।  
দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফার্স্টপোস্টের সঙ্গে সাক্ষাৎকারে ডি সিলভা বলেন, আগামী বছর তার দেশে হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। তাতে তিনি পুতিনকে আমন্ত্রণ জানানো হবে। রিও ডি জেনিরোতে ওই সম্মেলনের আগে তিনি রাশিয়ায় অনুষ্ঠেয় উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার পরিকল্পনা করেছেন। 
সিলভা বলেন, “আমি বিশ্বাস করি খুব সহজেই ব্রাজিল যেতে পারেন পুতিন। যদি আমিই ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি এবং তিনি ব্রাজিলে আসেন, তাহলে তাকে গ্রেফতারের কোনো পথ থাকবে না।”
আইসিসি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়া রোম স্ট্যাটু’তে স্বাক্ষরকারী দেশ ব্রাজিল। আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকা একজন ব্যক্তি তার দেশে যাওয়ার পরেও তাকে কিভাবে গ্রেফতার করবে না, এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। 
গত মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি ইউক্রেনের হাজার হাজার শিশুকে দেশছাড়া ও মানুষ হত্যা করেছেন। এতে পুতিন যুদ্ধাপরাধ করেছেন। কিন্তু রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মস্কো পরিষ্কার করে বলেছে, ইউক্রেনের শিশুদের জোর করে তারা দেশছাড়া কিংবা মানবাধিকার লঙ্ঘন করেনি। ফলে যুদ্ধাপরাধের প্রশ্নই ‌ওঠে না।#
পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ