শিশুদের খাচায় বন্দি করার কথা কখনো ভুলে যাবে না আফ্রিকা
https://parstoday.ir/bn/news/world-i128026-শিশুদের_খাচায়_বন্দি_করার_কথা_কখনো_ভুলে_যাবে_না_আফ্রিকা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফ্রিকা মহাদেশ কখনো পশ্চিমা উপনিবেশবাদের কালো অধ্যায় ভুলে যাবে না। তারা সব সময় স্মরণ রাখবে, সেখানকার শিশুদের পশ্চিমা উপনিবেশবাদীরা খাঁচায় বন্দি করে পাচার করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • শিশুদের খাচায় বন্দি করার কথা কখনো ভুলে যাবে না আফ্রিকা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফ্রিকা মহাদেশ কখনো পশ্চিমা উপনিবেশবাদের কালো অধ্যায় ভুলে যাবে না। তারা সব সময় স্মরণ রাখবে, সেখানকার শিশুদের পশ্চিমা উপনিবেশবাদীরা খাঁচায় বন্দি করে পাচার করেছিল।

রাশিয়ার ভ্লাডিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন আজ মঙ্গলবার এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো আবারো আফ্রিকা মহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চায়। তিনি বলেন, "আমি নিশ্চিত যে খুব সহজেই রাশিয়া আফ্রিকা মহাদেশের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন আমলের সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হবে যখন আফ্রিকার দেশগুলোকে মস্কো বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা দিয়েছিল।"
রুশ প্রেসিডেন্ট বলেন, আফ্রিকার দেশগুলো উপনিবেশবাদী শক্তির হাত থেকে স্বাধীনতা লাভের জন্য সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে যে সহায়তা পেয়েছে তা তারা মনে রেখেছে এবং মস্কো কখনো উপনিবেশবাদী শক্তি হিসেবে কাজ করেনি। তিনি বলেন, "সব সময় আমাদের সহযোগিতা ছিল দ্বিক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এবং সহযোগিতা করার আশা থেকে।"#
পার্সটুডে/এসআইবি/১২