গবেষণা রিপোর্টের তথ্য
ওয়াশিংটনে চলতি বছর হত্যাকাণ্ড বেড়েছে শতকরা ২৮ ভাগ
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলতি বছর হত্যাকাণ্ড শতকরা ২৮ ভাগ বেড়েছে। পাশাপাশি দেশজুড়ে সহিংস অপরাধ বৃদ্ধি অব্যাহত রয়েছে।
একটি নতুন গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল (বুধবার) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওয়াশিংটন ডিসিতে বেড়ে চলা অপরাধের শিকার ছোট স্কুল ছাত্রী থেকে শুরু করে অভিবাসী পর্যন্ত সবাই।
রিপোর্টে বলা হয়েছে, এখন পর্যন্ত নানা গবেষণা করা সত্ত্বেও আমেরিকান গবেষক এবং রাজনীতিবিদরা অপরাধের হার বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ খুঁজে পাননি। সর্বশেষ পরিসংখ্যান বলছে, ওয়াশিংটনের হত্যার হার এমন সময়ে বেড়ে উঠেছে যখন অন্য বড় শহরগুলোতে তা কমছে।
পুলিশের পরিসংখ্যান অনুসারে, মার্কিন রাজধানীতে সশস্ত্র গাড়ি চুরির সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের অনেক বাসিন্দা এখন রাতে গ্যাস স্টেশনে যেতে চায় না, কারণ তারা গাড়ি চুরি নিয়ে চিন্তিত থাকে।
ওমিসৌরি-সেন্ট বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ রিচার্ড রোজেনফেল্ড বলেছেন, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো বা বাল্টিমোরের মতো শহরগুলোর সাথে তুলনা করলে, "হত্যা প্রবণতার ক্ষেত্রে ওয়াশিংটন ডিসি আলাদা কোনো এক শহর।" তিনি বলেন, হত্যা বেড়ে চলার পেছনে যে ব্যাখ্যা দেয়া হচ্ছে তা অনেকটা রহস্যজনক।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।