সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৯:২৩ Asia/Dhaka
  • উ. কোরিয়া পরমাণু শক্তির মর্যাদা বাড়াতে সংবিধান সংশোধন করেছে

উত্তর কোরিয়া তার পরমাণু ডকট্রিন ও পরমাণু শক্তির মর্যাদা বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করেছে। এই পদক্ষেপের পেছনে আমেরিকার উসকানি রয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।

একইসাথে আমেরিকা ও তার মিত্রদেরকে সবচেয়ে খারাপ হুমকি বলে অভিহিত করেছে দেশটি। উত্তর কোরিয়ার জাতীয় সংসদ সুপ্রিম কাউন্সিলের দু দিনব্যাপী অধিবেশন শেষে গতকাল (বুধবার) সংবিধান সংশোধনের এই আইন অনুমোদন দেয়া হয়।

এর ফলে উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীকে শক্তিশালী করার নীতি স্থায়ী হলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই খবর দিয়েছে।

নতুন এই আইনের ফলে উত্তর কোরিয়া আরো শক্তিশালী পরমাণু অস্ত্র বানাতে পারবে যা তার নিরাপত্তা এবং রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকার নিশ্চিত করবে।আইন পাসের পর উত্তর কোারিয়ার নেতা কিম জং উন জাতীয় সংসদে ভাষণ দেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ