ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নেতানিয়াহুর বিচার দাবি করলেন স্পেনের মন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i130038-ইসরাইলের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_ও_নেতানিয়াহুর_বিচার_দাবি_করলেন_স্পেনের_মন্ত্রী
স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত। তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ৩০, ২০২৩ ১৩:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নেতানিয়াহুর বিচার দাবি করলেন স্পেনের মন্ত্রী

স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত। তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি তিনি আরো বলেন- গাজার নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপর ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার জন্য তেল আবিবের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। স্পেনের এ মন্ত্রী গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য দৃঢ় ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

টুইটারে শেয়ার করা এক আবেগঘন ভিডিও বার্তায় ইয়ন ব্যালেরা বলেন, "আজকে গাজায় এই নারকীয় রাত পার হওয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে আমার খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে- আমাদেরকে ইসরাইলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।"

গাজায় ইহুদিবাদী ইসরাইল ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা কেটে দিয়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে স্পেনের মন্ত্রী বলেন, এর মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, এই গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে কোন রকমের পরিণতি ভোগ করতে হবে না, সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। ইয়ন ব্যালেরা আরো বলেন, "আমাদের নিষ্ক্রিয়তা ইসরাইলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে।"

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নিষ্ঠুরতম বিমান হামলা চালিয়ে আসছে। ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৮ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৩৩৪২টি শিশু রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০