ইউক্রেন সফরে জেলেনস্কির দাওয়াত প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i130420-ইউক্রেন_সফরে_জেলেনস্কির_দাওয়াত_প্রত্যাখ্যান_করলেন_ডোনাল্ড_ট্রাম্প
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথাও নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, যখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের বিষয়টিকে দেখভাল করছে তখন জেলেনস্কির সঙ্গে বৈঠক করা উচিত হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২৩ ১২:৫৮ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথাও নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, যখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের বিষয়টিকে দেখভাল করছে তখন জেলেনস্কির সঙ্গে বৈঠক করা উচিত হবে না।

ট্রাম্প আরো বলেন, "প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু ইউক্রেন যাওয়ার জন্য এটি উপযুক্ত সময় নয়। বাইডেন প্রশাসন ইউক্রেনের বিষয়টি দেখভাল করছে, এখানে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করা আমার ঠিক হবে না।"

গত রোববার আমেরিকার এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। সে সময় তিনি বলেছিলেন, ট্রাম্পের সাথে বৈঠকে তিনি প্রমাণ করে দেবেন যে, ২৪ ঘন্টার ভিতরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন বলে ট্রাম্প যে দাবী করেছেন তা ভুল।"

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে গত জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি বিজয়ী হতে পারলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্রুত চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করতে বাধ্য করবেন।

এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সফর করেছেন ফলে তিনি এখানকার বাস্তবতা জানেন। ট্রাম্প যেহেতু সফর করেননি সে ক্ষেত্রে তার পক্ষে এখানকার জটিল পরিস্থিতি বোঝা সম্ভব নয়।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।