নভেম্বর ২৭, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • ভিক্টর অরবান
    ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই আশায় ইউক্রেনকে কৌশলগত তহবিল জোগান দিয়েছে যাতে রাশিয়ায় সরকার পরিবর্তন করা যায়। কিন্তু চলমান যুদ্ধে রাশিয়াকে হারানো যাবে না।

তিনি বলেন, পশ্চিমাদের বাস্তবতা মেনে নেয়া উচিত এবং তাদের হাতে যে ‘প্ল্যান বি’ রয়েছে তা বাস্তবায়নে উদ্যোগী হতে পারে। ভিক্টর অরবান বলেন, যুদ্ধকে স্থানীয় পর্যায়ে সীমিত না রেখে একে আরো বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমারা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে তারা বৈশ্বিক সংকট হিসেবে দেখাচ্ছে। সুইজারল্যান্ডের একটি সাপ্তাহিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “খুব সরলভাবে বললে বলতে হবে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের কৌশল ছিল ইউক্রেন লড়াই করবে এবং যুদ্ধের ময়দানে রাশিয়াকে পরাজিত করবে যার প্রেক্ষাপটে মস্কোয় সরকার পরিবর্তিত হবে। এই কৌশলকে সামনে রেখে আমরা অর্থ দিয়েছি এবং ইউক্রেনের সেনারা যুদ্ধ করেছে এবং মারা গেছে। কিন্তু আমরা এখন কোথায়? এটা নিশ্চিত যে, ইউক্রেন এই যুদ্ধে বিজয়ী হতে পারবে না।”

হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরো বলেন, “যুদ্ধের ময়দানে চলমান সংকটের কোনো সমাধান নেই, রাশিয়া পরাজিত হবে না। মস্কোয় রাজনৈতিক কোনো পরিবর্তনও আসবে না। এটাই বাস্তবতা।”#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ