‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন ৩ লাখের বেশি সেনা হারিয়েছে’
https://parstoday.ir/bn/news/world-i131564-রাশিয়ার_বিরুদ্ধে_যুদ্ধ_করতে_গিয়ে_ইউক্রেন_৩_লাখের_বেশি_সেনা_হারিয়েছে’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক সহকারি অ্যালেক্সি অ্যারেস্টোভিচ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এ পর্যন্ত ইউক্রেনের ৩ লাখের বেশি সেনা নিহত হয়েছে। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কিয়েভ শুধু যুদ্ধক্ষেত্রে দেশের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৩ ১৮:০৬ Asia/Dhaka
  • ইউক্রেনের স্বজনহারা শোকার্ত মানুষ
    ইউক্রেনের স্বজনহারা শোকার্ত মানুষ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক সহকারি অ্যালেক্সি অ্যারেস্টোভিচ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এ পর্যন্ত ইউক্রেনের ৩ লাখের বেশি সেনা নিহত হয়েছে। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কিয়েভ শুধু যুদ্ধক্ষেত্রে দেশের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।

গতকাল (শুক্রবার) সাংবাদিক জুলিয়া লাটিনিনাকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান অ্যারিস্টোভিচ। তিনি আরো বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিকে তুরস্কের ইস্তাম্বুল শহরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভিন্ন খাতে প্রবাহিত করেন। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে রাশিয়ার সাথে শান্তি চুতিতে পৌঁছানোর চেষ্টা বাদ দিয়ে যুদ্ধ চালিয়ে নেয়ার কথা বলেন।

অ্যারেস্টোভিচ বলেন, “আমি ইস্তাম্বুল আলোচনায় অংশ নেয়া প্রতিনিধিদলের একজন সদস্য ছিলাম কিন্তু আমি জানতে পারিনি কিভাবে সেই আলোচনা ভেঙে গেল।”

অ্যারেস্টোভিচ দাবি করেন ইউক্রেনের জোট নিরপেক্ষ থাকা এবং ন্যাটোর সদস্য না হওয়া ছিল মস্কোর জন্য রেড লাইন। কিন্তু সেই সময় কিয়েভ রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে নিতে অস্বীকৃতি জানায় কিয়েভ। এই পদক্ষেপ শুধুমাত্র ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে এবং ন্যাটো জোটে যোগ দেয়া এখনো অনিশ্চিত বলে মন্তব্য করেন জেলেনস্কির সাবেক সহকারী।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।