জেলেনস্কির শান্তি ফর্মুলা অর্থহীন: রাশিয়া
(last modified Tue, 16 Jan 2024 04:23:00 GMT )
জানুয়ারি ১৬, ২০২৪ ১০:২৩ Asia/Dhaka
  • জেলেনস্কির শান্তি ফর্মুলা অর্থহীন: রাশিয়া

রাশিয়া বলেছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের ৮১টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেনের দেয়া শান্তি ফর্মূলা নিয়ে যে আলোচনা করেছেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া তা একেবারেই অর্থহীন; এর কোনো মূল্য নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) একথা বলেছেন।

২০২২ সালের অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দশ দফা শান্তি প্রস্তাব দেন। এই প্রস্তাব নিয়ে বিশ্বের ৮১টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দাভোস অর্থনৈতিক ফোরামের বৈঠকে আলোচনা করেন।

এই প্রস্তাবে ইউক্রেনের দাবিকৃত ভূমি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কর্মকর্তাদের বিচারের দাবি জানানো হয়েছে। জেলেনস্কির এই প্রস্তাবকে রাশিয়া বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছে।

এ প্রসঙ্গে দিমিত্রি পেসকভ বলেন, দাভোসে যে আলোচনা হয়েছে তা নিতান্তই কথার কথা। এটা কোনো ফলাফল পাওয়ার আলোচনা নয়। কারণ রাশিয়া এই বৈঠকে উপস্থিত নেই এবং সেখান থেকে কোনো ফলাফল আসাও সম্ভব নয়।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।