জার্মানি এবং নাইজারে ইসরাইল বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত
(last modified Mon, 29 Jan 2024 13:21:21 GMT )
জানুয়ারি ২৯, ২০২৪ ১৯:২১ Asia/Dhaka
  • জার্মানি এবং নাইজারে ইসরাইল বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত

গাজার নিপীড়িত জনগণের সমর্থনে জার্মানি এবং নাইজারের প্রতিবিাদী জনগণ মিছিল সমাবেশ করেছে। সমাবেশে তারা গাজায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধ ও গণহত্যার নিন্দা জানিয়েছে।

সমর্থকরা আবারও বালিনের রাস্তায় রাস্তায় সমবেত হয়ে। বিক্ষুব্ধ জনতা গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধের বিরুদ্ধে এবং ইসরাইলকে জার্মান সরকারের সমর্থনের বিরুদ্ধে শ্লোগান দেয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনী জনতার সমর্থনে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানায়। যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠারও আহ্বান জানায় সমবেত জনতা।

আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে জার্মান সরকার তাল মিলিয়ে সবসময় ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন দেয় এবং ওই শিশু হত্যাকারী বর্বর শাসকদের সামরিক সাহায্য দেয়।

জার্মানির অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এ বছর জার্মানি তেলআবিবকে অন্যান্য বছরের তুলনায় ১০ গুণ বেশি সামরিক সাাহয্য দিয়েছে। এই সাহায্য আল-আকসা তুফান অভিযান শুরুর পর থেকে দেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ