জরিমানা এড়াতে গ্যাস পাইপলাইনের কাজ এগিয়ে নিচ্ছে পাকিস্তান
(last modified Wed, 21 Feb 2024 08:43:48 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৪:৪৩ Asia/Dhaka
  • জরিমানা এড়াতে গ্যাস পাইপলাইনের কাজ এগিয়ে নিচ্ছে পাকিস্তান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথভাবে গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ আবারো এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরইমধ্যে এই প্রকল্প সম্পন্ন করার সময় বহু আগেই শেষ হয়েছে। পাকিস্তান টুডে’র বিজনেস ম্যাগাজিন গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 ম্যাগাজিনের তথ্য অনুসারে, প্রকল্পের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করতে পাকিস্তান প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। প্রকল্পের প্রাথমিক তথ্য অনুসারে পাকিস্তানের মাটিতে ৮০ কিলোমিটার পাইপলাইন নির্মাণের কথা।

পাকিস্তান পেট্রোলিয়াম ডিভিশন এই প্রকল্পের কাজ নতুন করে শুরু করার জন্য মন্ত্রিসভার অনুমোদন নেয়ার চেষ্টা করছে। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বোর্ড এরই মধ্যে প্রকল্পের কাজ দ্রুততর করার নির্দেশনা দিয়েছে। ইরান এই প্রকল্পের কাজ চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে, অন্যথায় পাকিস্তানকে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ মোকাবেলা করতে হবে।

ইরান আগেই নিজের অংশের কাজ শেষ করেছে। পাকিস্তান অংশের কাজ শেষ করার জন্য বারবার তেহরান ইসলামাবাদকে তাগিদ দিয়েছে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে পাকিস্তান প্রকল্পের কাজ শেষ করেনি। এখন অনেকটা উপায়হীন হয়ে ইরান আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছে। পাকিস্তান যদি এই প্রকল্প বাতিল করে তাহলে দেশটিকে প্রায় ১,৮০০ কোটি ডলার জরিমানার মুখে পড়তে হবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২১

 

 

ট্যাগ