পশ্চিমা রাজনীতিবিদদের উদ্দেশে ব্রিটিশ সাংবাদিক: ধিক্কার জানাই শয়তানের গোষ্ঠী
https://parstoday.ir/bn/news/world-i135520-পশ্চিমা_রাজনীতিবিদদের_উদ্দেশে_ব্রিটিশ_সাংবাদিক_ধিক্কার_জানাই_শয়তানের_গোষ্ঠী
ব্রিটেনের এক সাংবাদিক গাজায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের মোকাবেলায় পশ্চিমা রাজনীতিবিদদের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১২, ২০২৪ ১৮:০৯ Asia/Dhaka
  • রিচার্ড মেধাস্ট  নামের ওই ব্রিটিশ সাংবাদিক তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম এক্স-এ সমালোচনা করেছেন।
    রিচার্ড মেধাস্ট  নামের ওই ব্রিটিশ সাংবাদিক তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম এক্স-এ সমালোচনা করেছেন।

ব্রিটেনের এক সাংবাদিক গাজায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের মোকাবেলায় পশ্চিমা রাজনীতিবিদদের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন।

ব্রিটিশ সাংবাদিক মেধাস্ত এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে লিখেছেন:

পশ্চিমা রাজনীতিবিদরা কি "রমজান মোবারক"-এই শিরোনামটি লিখে তাদের সদয় মনোভাব দেখাতে পারবেন? তোমরা প্রকৃত অর্থেই একটা অজুহাত খুঁজে বেড়াচ্ছো যে কারণে গাজার জনগণ যেন  রমজান কিংবা বড়দিন উদযাপন করতে না পারে। গাজায় কোন খাবার নেই। কীভাবে এবং কী খাবার খেয়ে গাজার মানুষ প্রতিদিন ইফতার করবে? পশুর খাদ্য খেয়ে? ধিক্কার তোমাদের ওপর শয়তানের গোষ্ঠী"।

পার্সটুডে/নাসির মাহমুদ

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।