ইসরাইলে নিজস্ব অতীত দেখার কারণে ইউরোপীয়রা গাজার গণহত্যাকে সমর্থন দিচ্ছে
https://parstoday.ir/bn/news/world-i135856-ইসরাইলে_নিজস্ব_অতীত_দেখার_কারণে_ইউরোপীয়রা_গাজার_গণহত্যাকে_সমর্থন_দিচ্ছে
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজ (সাবেক টুইটার) ব্যবহারকারী এক ব্যক্তি তার পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • এক্স পেজ ব্যবহারকারীদের মন্তব্য: ইউরোপীয়রা ইসরাইলে নিজস্ব অতীত দেখছে
    এক্স পেজ ব্যবহারকারীদের মন্তব্য: ইউরোপীয়রা ইসরাইলে নিজস্ব অতীত দেখছে

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজ (সাবেক টুইটার) ব্যবহারকারী এক ব্যক্তি তার পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি সম্প্রতি ইসরাইলি হামলায় শহীদ হওয়া ফিলিস্তিনি পরিবারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, গাজায় এখন যে গণহত্যা চলছে আমেরিকা ও কানাডা এক সময় তাদের দেশের স্থানীয় আদিবাসীদের প্রতিও একই আচরণ ও গণহত্যা চালিয়েছিল। অস্ট্রেলিয়া সরকারও তাদের স্থানীয় অদিবাসীদের সাথে একই আচরণ করেছে।

তারা আদিবাসীদের সমূলে উৎখাত কোরে এবং তাদের নারী ও শিশুদের এমনভাবে হত্যা করে যে একজন অভিযোগকারীও অবশিষ্ট নেই। ইউরোপীয়রা ইসরাইলে তাদের নিজস্ব অতীত দেখছে এবং সে কারণেই তারা ইসরাইলের গণহত্যাকে সমর্থন করছে।

গত৭ অক্টোবর ২০২৩ সাল থেকে ইসরাইলি নরপিচাশ খুনিরা পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে, অরক্ষিত গাজার ফিলিস্তিনিদের ওপর এবং জর্ডান নদীর পশ্চিম তীরেও ব্যাপক গণহত্যা শুরু করেছে। ইসরাইলি অপরাধযজ্ঞ সম্পর্কে আন্তর্জাতিক সমাজ এবং মানবাধিকার সংস্থাগুলোর নীরবতার কারণে যুদ্ধবাজ ইসরাইল ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।