‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলকে আর অপরাধযজ্ঞ চালাতে দেবেন না’
https://parstoday.ir/bn/news/world-i135974-ফিলিস্তিনিদের_বিরুদ্ধে_ইসরাইলকে_আর_অপরাধযজ্ঞ_চালাতে_দেবেন_না’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা যে বর্বর অপরাধযজ্ঞ চালাচ্ছে তা ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান এবং ওমান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২৪ ১৩:২৭ Asia/Dhaka
  • ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলকে আর অপরাধযজ্ঞ চালাতে দেবেন না’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা যে বর্বর অপরাধযজ্ঞ চালাচ্ছে তা ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান এবং ওমান।

গতকাল (রোববার) এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল-বুসাইদি। এ সময় তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং গাজা উপত্যকায় গত ছয় মাস ধরে চলে আসা ইহুদিবাদীদের বর্বর হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে আলোচনা করেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশেষ করে গত কয়েকদিনে গাজার আশ-শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরাইল যে বর্বর অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা আশ-শিফা হাসপাতালকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে গত নভেম্বর মাসে সেখানে প্রথম আগ্রাসন চালায় ইসরাইল। এরপর গত ১৮ মার্চ থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনারা দ্বিতীয় দফায় হাসপাতালটির ওপর হামলা শুরু করেছে। এরই মধ্যে সেখানে দখলদার সেনারা গণহত্যার পাশাপাশি ফিলিস্তিন নারীদের ওপর ধর্ষণ ও অত্যাচার চালিয়েছে বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫