‘কোন রকমের বিলম্ব ছাড়াই গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দিতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i136108-কোন_রকমের_বিলম্ব_ছাড়াই_গাজায়_মানবিক_ত্রাণ_পৌঁছাতে_দিতে_হবে’
আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরাইলকে নির্দেশ দিয়েছে যে, কোন রকমের বিলম্ব ছাড়াই গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আদালত গতকাল (বৃহস্পতিবার) বলেছে, ইসরাইলকে অবশ্যই "বিলম্ব না করে জাতিসংঘের সাথে পূর্ণ সহযোগিতার মাধ্যমে জরুরিভাবে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৯, ২০২৪ ১৬:১৬ Asia/Dhaka
  • ‘কোন রকমের বিলম্ব ছাড়াই গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দিতে হবে’

আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরাইলকে নির্দেশ দিয়েছে যে, কোন রকমের বিলম্ব ছাড়াই গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আদালত গতকাল (বৃহস্পতিবার) বলেছে, ইসরাইলকে অবশ্যই "বিলম্ব না করে জাতিসংঘের সাথে পূর্ণ সহযোগিতার মাধ্যমে জরুরিভাবে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নিতে হবে।"

আদালত বলেছে, গত ২৬ জানুয়ারির পর থেকে গাজার নাগরিকদের জীবনমানের বিশেষ করে খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরো বিপর্যয় ঘটেছে। গাজার অধিবাসীরা মৌলিক পণ্য সামগ্রী থেকে মারাত্মকভাবে বঞ্চিত রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত আরো বলেছে, গাজার জনগণ দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে না বরং তারা এরইমধ্যে দুর্ভিক্ষের মধ্যে পড়েছেন। আদালত ইসরাইলকে নির্দেশ দিয়েছে যে, যতক্ষণ প্রয়াজন ততক্ষণ গাজার বিভিন্ন সীমান্ত পয়েন্ট খুলে রাখতে হবে যাতে সেখানকার জনগণের কাছে খাদ্য ও ত্রাণ সহায়তা পৌঁছানো যায়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯