বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউক্রেনে; কিয়েভকে মাশুল দিতে হবে
(last modified Thu, 25 Apr 2024 06:39:16 GMT )
এপ্রিল ২৫, ২০২৪ ১২:৩৯ Asia/Dhaka
  • বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন।
    বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো বলেছেন, যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে তার মধ্যে ইউক্রেন যুদ্ধ একটি। গতকাল (বুধবার) তিনি দেশের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এক সমাবেশে একথা বলেন। 

লুকাশেংকো বলেন, ইউক্রেন যে নীতি অনুসরণ করছে তার চেয়ে ভিন্ন নীতি অনুসরণ করছে বেলারুশ। চাপের মুখে বেলারুশ নিজের স্বাধীনতার-সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে কিন্তু ইউক্রেন পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করেছে। 

তিনি বলেন, এখন সবাই বুঝতে পেরেছে যে, আজকের ইউক্রেন একটি মিলিটারি রেঞ্জ যেখানে বিশ্বের একটি অংশের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ এখন ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ করছে। অন্যদিকে, ইউক্রেনের সরকার দেশের জনগণের জীবনের বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র নিচ্ছে। তারা দরকষাকষির শক্তি হারিয়েছে। আমরা এই বেদনাদায়ক চিত্র দেখছি। 

বেলারুশের প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেন, ইউক্রেন তার ঐতিহ্যিক দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু আজ হোক, কাল হোক তাদের ভুলের মাশুল দিতেই হবে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন