ফিলিস্তিনিদের সমর্থনে ইতালির ভিসেনজা অধিবাসীদের সাহসি পদক্ষেপ
(last modified Sat, 27 Apr 2024 11:44:59 GMT )
এপ্রিল ২৭, ২০২৪ ১৭:৪৪ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের সমর্থনে ইতালির ভিসেনজা অধিবাসীদের সাহসি পদক্ষেপ

ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইতালির ভিসেনজা শহরের অধিবাসীরা তাদের শহরের রাস্তার নাম পরিবর্তন করেছে।

এই নামগুলো ফিলিস্তিনি জনগণের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়েছে।

আজকাল, ভিসেনজার রাস্তাগুলো যেটি ইতালিতে আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর মধ্যে একটি ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দার প্রতীকে পরিণত হয়েছে ।

কিছু রাস্তার নামের মধ্যে রয়েছে "প্যালেস্টাইন অকুপেশন স্ট্রিট" (ফিলিস্তিন দখলের অবসানের ইঙ্গিত), "প্যালেস্টাইন সেটলার স্ট্রীট" (অর্থাৎ "ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের অবশ্যই প্যালেস্টাইন ছেড়ে যেতে হবে"), "ফিলিস্তিনি প্রতিরোধের রাস্তা", "ফিলিস্তিনি বর্ণবাদী রাস্তা"। (অর্থাৎ " ফিলিস্তিন অবশ্যই বর্ণবাদ থেকে মুক্ত হতে হবে"), এবং "অ্যারন বুশনেল স্ট্রিট" (একজন আমেরিকান পাইলটের নামে নামকরণ করা হয়েছে যিনি ফিলিস্তিনের সমর্থনে নিজের শরীরে আগুন দিয়েছিলেন)।

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।