ইসরাইলের গণহত্যা ও অপরাধযজ্ঞ সম্পর্কে বিশ্ব গির্জা পরিষদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i138566-ইসরাইলের_গণহত্যা_ও_অপরাধযজ্ঞ_সম্পর্কে_বিশ্ব_গির্জা_পরিষদের_প্রতিক্রিয়া
ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস যা WCC নামে পরিচিত, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলে নিঃশর্ত মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে।
(last modified 2025-08-08T09:45:17+00:00 )
জুন ১২, ২০২৪ ২০:১৩ Asia/Dhaka
  • ইসরাইলের গণহত্যা ও অপরাধযজ্ঞ সম্পর্কে বিশ্ব গির্জা পরিষদের প্রতিক্রিয়া

ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস যা WCC নামে পরিচিত, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলে নিঃশর্ত মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে।

গাজায় ইসরাইলি হামলার পর আট মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ৭ অক্টোবর থেকে গাজার জনগণের ওপর ইসরাইলি গণহত্যা অব্যাহত রয়েছে।ইতিমধ্যে এই উপত্যকার মানুষের মানবিক সহায়তা জরুরি  হয়ে পড়েছে।

সুইজারল্যান্ডে অবস্থিত ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস মঙ্গলবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে যুদ্ধবিরতি গাজার জনগণের দুর্ভোগের অবসান ঘটাবে।

এই বিবৃতিতে বলা হয়েছে:

'গাজা উপত্যকায় যে যুদ্ধ ও বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে তা এই এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন মেনে না চলার কারণে।'

"ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস" এর বিবৃতিতে, গাজার জনগণের মানবিক সাহায্যের অবাধ প্রবেশাধিকার, দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত সাহায্য পাঠানো এবং এই অঞ্চলের মানুষের জীবন মানের জন্য একটি অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়েছে যাতে  সেখানে শান্তি ও মানবিয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়।  

ইসরাইলি সেনারা এই অঞ্চলে গণহত্যা, ধ্বংসযজ্ঞ, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, ত্রাণ সংস্থায় বোমা হামলা এবং দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।

গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৩৭ হাজারেরও এরও বেশি মানুষ শহীদ এবং প্রায় ৮৫ হাজার মানুষ আহত হয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১২ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।