ইসরাইল একটি সন্ত্রাসী সংস্থা: এরদোগান
(last modified Sun, 22 Sep 2024 12:57:00 GMT )
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১৮:৫৭ Asia/Dhaka
  • ইসরাইল একটি সন্ত্রাসী সংস্থা: এরদোগান
    ইসরাইল একটি সন্ত্রাসী সংস্থা: এরদোগান

পার্সটুডে-তুরস্কের প্রেসিডেন্ট ইসরা‌লি সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজিব তাইয়েব এরদোয়ান গতকাল (শনিবার) বলেছেন: ইসরাইল কোনো সরকার কিংবা হুকুমাত নয় বরং একটি সন্ত্রাসী সংগঠন। পার্সটুডে আরও জানিয়েছে, এরদোয়ান লেবাননে সাম্প্রতিক সন্ত্রাসী পেজার বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন: লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসন প্রমাণ করে তারা এ অঞ্চলে যুদ্ধের প্রসার ঘটাতে চায়।

তুর্কি প্রেসিডেন্ট বলেন: লেবানন জাতিকে হত্যা করার ক্ষেত্রে ইসরাইলের যোগাযোগ সরঞ্জামের ব্যবহার প্রমাণ করে এই সরকার একটি সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে।

গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার এবং কিছু ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ ঘটে। ইহুদিবাদী ইসরাইলের প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত ওই সন্ত্রাসী অভিযানে কমপক্ষে ৩৭ জন লেবাননের নাগরিক নিহত হয়ে এবং ৩ হাজারেরও বেশি আহত হয়।

এরদোয়ান আরও বলেন: ইসরাইল ফিলিস্তিনিদেরকে বোমা, রকেট ইত্যাদির পাশাপাশি অনাহার ও ক্ষুধা তৃষ্ণা চাপিয়ে দিয়েও হত্যা করছে।

তিনি বলেন: এ অঞ্চল যাতে যুদ্ধের মহা বিপর্যয়ের দিকে ধাবিত না হয় সেজন্য ইসরাইলের ওপর সব রকমের চাপ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি আরো বলেন: গাজা উপত্যকার ব্যাপারে বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘের গুরুদায়িত্ব রয়েছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ