ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণে তিন ইউরোপীয় দেশের প্রতিক্রিয়া
পার্সটুডে- ইসরাইলের উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।
ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের শীর্ষ নেতারা, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে, মঙ্গলবার ইসরাইলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞকে সমর্থন করেছেন।
পার্সটুডের মতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল সমগ্র অঞ্চল জুড়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দাবি করেছেন তারা একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে সহায়তা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন, আক্রমণ এবং প্রতিশোধের বিপজ্জনক পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে, "ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং এই ইউনিয়নের পররাষ্ট্র নীতির দায়িত্বে থাকা কর্মকর্তা চার্লস মিশেল বলেছেন: 'মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি এখনই শান্ত করতে হবে এবং আঞ্চলিক যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করবে না।'
ইসরাইলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন যে, প্যারিস ইসরাইলের নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকারের নিদর্শন হিসেবে পশ্চিম এশিয়ায় ফ্রান্সের সামরিক স্থাপনাগুলোকে সক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী "আনালনা বারবুক" এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টিকারী ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে, ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন: "আমরা ইসরাইলের পাশে আছি এবং ইরানের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিচ্ছি।"
ইসরাইলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আইআরজিসির বিমান বাহিনী বহু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিকগুলো ধ্বংস করেছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন