১৮ দেশে আমেরিকার সন্দেহজনক তৎপরতা; বিশ্বে কি আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়বে?
https://parstoday.ir/bn/news/world-i145226-১৮_দেশে_আমেরিকার_সন্দেহজনক_তৎপরতা_বিশ্বে_কি_আরেকটি_ভাইরাস_ছড়িয়ে_পড়বে
রুশ সরকারের সিনিয়র সামরিক কমকর্তা এলেক্সি রেতিশচেভ জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৪ ১৭:৩৩ Asia/Dhaka
  • ১৮ দেশে আমেরিকার সন্দেহজনক তৎপরতা; বিশ্বে কি আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়বে?

রুশ সরকারের সিনিয়র সামরিক কমকর্তা এলেক্সি রেতিশচেভ জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।  

রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপ-পরিচালক এলেক্সি রেতিশচেভ মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আফ্রিকার ১৮টি দেশে এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে যা  চিকিৎসায় প্যাথোজেনিক এজেন্টদের সংক্রমণ এবং প্রতিরোধের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারে।

রুশ কর্মকর্তার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থাগুলো এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপ-পরিচালক আরও বলেছেন, আফ্রিকার দেশগুলোর মধ্যে জিবুতি, ঘানা এবং নাইজেরিয়ায় মার্কিন সামরিক চিকিৎসা গবেষণা ইউনিট রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যেসব রোগের প্রতি আগ্রহী সেগুলো এখন বিশ্বে মহামারী হয়ে উঠছে এবং আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এ অবস্থা থেকে মুনাফা করছে।  

এ বছরের শুরুতে রুশ সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলোফ বলেছিলেন, আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে। সম্প্রতি এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।