রাশিয়াকে ছাড় দিতে বাধ্য করার ক্ষমতা কি আমেরিকার আছে?
(last modified Mon, 27 Jan 2025 14:33:27 GMT )
জানুয়ারি ২৭, ২০২৫ ২০:৩৩ Asia/Dhaka
  • রাশিয়াকে ছাড় দিতে বাধ্য করার ক্ষমতা কি আমেরিকার আছে?

একজন পোলিশ সামরিক কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কূটনৈতিক বাগাড়ম্বর হিসেবে আখ্যায়িত করেছেন।

পোলিশ সেনাবাহিনীর জেনারেল বোগুসল প্যাটস্ক বলেছেন যে মস্কোর বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে কোনও পরিবর্তন হবে না।

পার্সটুডে-র মতে, প্যাটস্ক ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে যে যেমনটা ট্রাম্প বলেছিলেন যে মস্কো যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করে তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করবেন তা উল্লেখ করে বলেছেন,  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড় দিতে বাধ্য করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। তিনি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-তে ইউক্রেনের সদস্যপদ অর্জনের জন্য পশ্চিমাদের অব্যাহত প্রচেষ্টাকে মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের পথে অন্যতম বাধা বলেও অভিহিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিয়েছিলেন যে যদি তিনি শিগগিরি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করেন তবে মস্কোর বিরুদ্ধে আরও শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ রোববার বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন কিন্তু রাশিয়া এতে বোকা হবে না।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।